বাদল অনুসারীদের হামলায় কাদের মির্জার ৪ অনুসারী আহত হওয়া অভিযোগ।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের হামলায় কাদের মির্জার ৪ অনুসারী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার (৮ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহ আলমের চা দোকানে এ ঘটনা ঘটে।
আহতরা হলো,উপজেলার চর ফকিরা ইউনিয়নের বাসিন্দা ভুট্রু পাটোয়ারী (৪৬)মেহেদী হাসান (৩১) সাব্বির (২০) ভুট্রু মেম্বার (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ৮টার দিকে কাদের মির্জার অনুসারী চর ফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী সহ ৫-৭জন যুবক স্থানীয় শাহ আলমের চা দোকানে বসে চা খাচ্ছিল। এ সময় একদল মুখোশধারী সন্ত্রাসী সেখানে হামলা চালিয়ে ৪জনকে আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেয়ে দেওয়া হয় এবং ২জনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি ঘটনাস্থলের চা দোকানদারের বরাত দিয়ে আরও জানান, সন্ত্রাসীরা মুখোশ পরিহিত থাকায় কেউ চিনতে পারেনি। তবে ভুক্তভোগীদের অভিযোগ কাদের মির্জার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে।