পটুয়াখালীতে করোনায় দুই বৃদ্ধের মৃত্যু, নতুন শনাক্ত-১২৯।
মিজানুর রহমান অপু,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে দেলোয়ার গাজী (৬৫) ও নজরুল ইসলাম (৭২) নামের দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল সন্ধ্যায় দুমকীর নিজ বাড়িতে দেলোয়ারের এবং বিকালে কলাপাড়া হাসপাতালে নজরুল ইসলামের মৃত্যু হয়। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৮৭ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩৯২ টি নমুনা পরীক্ষায় নতুন করে ১২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তের শতকরা হার ৩২.৯০ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের ৪৫৫০। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৭৯ জন এবং বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ১৬০৩ জন। এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৬৮১ জন।
নতুন আক্রান্তদের মধ্যে ১৯ জনের বাড়ি কলাপাড়া উপজেলায়, ১৯ জনের বাড়ি সদর উপজেলায়, ১১ জনের বাড়ি দুমকি উপজেলায়, ২৬ জনের বাড়ি গলাচিপা, ১২ জনের বাড়ি দশমিনা, ১৭ জনের বাড়ি মির্জাগঞ্জ ও ২৫ জনের বাড়ি বাউফল উপজেলায়।