ঝালকাঠিতে লকডাউন শিথিল চলছে।
জাকির সিকদার, ঝালকাঠিঃ
সামনের ৫ আগস্ট পর্যন্ত লকডাইন শেষ হতে না হতে শিথিলতা দেখা গেছে রাজাপুর, ঝালকাঠির সবখানে।তবে আজ ৩০ জুলাই রাজাপুর উপজেলাতে কঠোর লকডাইন ছিল প্রশাসনের কড়া চোখে। দোকানে তালা ছিল,কেহ খোলেনায়,শুধু ঔষধের বিক্রি চলছে। তবে
ঝালকাঠিতে পুলিশ, সেনা বাহিনী, বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারী এবং জেলা ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের সাজাও সড়কে মানুষের উপস্থিতি ঠেকানো যাচ্ছে না।
শনিবার সকাল থেকে জেলায় বিভিন্ন স্থানে ১৫ টি মোবাইলকোর্টের মাধ্যেমে ৬৮ জনকে ২৩ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান এ তথ্য জানান।
এতো কিছুর পরেও সাধারন মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবনতা যেমন নেই তেমন নেই মাক্স পরার আগ্রহ। মার্কেট ও দোকানপাট বন্ধ থাকলেও নানা অজুহাতে কারনে অকারনে রাস্থায় বেড়িয়ে আসছে তারা।