মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

রূপগঞ্জে তিতাসের পাইপ ফেটে বের হচ্ছে গ্যাসঃ দুর্ঘটনার আশঙ্কা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
রূপগঞ্জে তিতাসের পাইপ ফেটে বের হচ্ছে গ্যাসঃ দুর্ঘটনার আশঙ্কা।

 

নারায়ণ সরকার, রূপগঞ্জঃ
রূপগঞ্জে তিতাস গ্যাসের পাইপ ফেটে কয়েকস্থানে লিজেকের সৃষ্টি হয়েছে। লিকেজ দিয়ে ক্রমাগত দ্রুত গতিতে বিকট শব্দে গ্যাস বের হচ্ছে। এছাড়া পানির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া গ্যাস পাইপের লিকেজে বিভিন্ন জায়গায় বুদবুদ সৃষ্টি হয়ে। এতে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে গ্যাসের তীব্র গন্ধ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। বুধবার উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর টিআইসি মোড়ে এ লিকেজ থেকে গ্যাস বেরিয়ে যেতে দেখা যায়।

 

 

স্থানীয় এলাকাবাসী জানান, তারাব পৌরসভার রূপসী সিটি মিলের পূর্বপাশে গন্ধর্বপুর টিআইসি এলাকাটি অত্যন্ত জনবহুল। এই এলাকার বাসিন্দারের জন্য ৫০ পিএসআইজি হাই প্রেশারের ৩ ইঞ্চির গ্যাস লাইনের পাইপলাইন রয়েছে। এ লাইনে কয়েক গ্রামের বৈধ-অবৈধ মিলিয়ে ৫ শতাধিক সংযোগ দেয়া হয়েছে। বুধবার সকাল থেকেই পাইপলাইন নষ্ট হয়ে বিভিন্ন স্থান দিয়ে দ্রুত গতিতে সেখানে গ্যাস লিকেজ হচ্ছে। এছাড়া এই বিতরণ লাইনের কিছু অংশ পানির মধ্যে দিয়ে টেনে নেয়ার কারণে অনেকাংশে পাইপ নষ্ট হয়ে গেছে। এ কারণে নষ্ট স্থান দিয়ে গ্যাস বের হবার কারনে পানিতে বুদবুদ সৃষ্টি হচ্ছে। গ্যাসেব উৎকট গন্ধ পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এতে করে যে কোন সময় দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। স্থানীয়রা গ্যাসের পাইপ ফেটে লিকেজের বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

 

 

এ ব্যাপারে তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান বলেন, গ্যাস লিকেজের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে তিতাসের লোক পাঠানো হয়েছে। বিতরণ লাইনের পাইপ নষ্ট হয়ে যাবার কারণে এমন ঘটনা ঘটেছে। এ বিতরণ লাইন তুলে নিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে শুধুমাত্র বৈধ গ্রাহকদের নতুন করে সংযোগ দেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102