স্থানীয় এলাকাবাসী জানান, তারাব পৌরসভার রূপসী সিটি মিলের পূর্বপাশে গন্ধর্বপুর টিআইসি এলাকাটি অত্যন্ত জনবহুল। এই এলাকার বাসিন্দারের জন্য ৫০ পিএসআইজি হাই প্রেশারের ৩ ইঞ্চির গ্যাস লাইনের পাইপলাইন রয়েছে। এ লাইনে কয়েক গ্রামের বৈধ-অবৈধ মিলিয়ে ৫ শতাধিক সংযোগ দেয়া হয়েছে। বুধবার সকাল থেকেই পাইপলাইন নষ্ট হয়ে বিভিন্ন স্থান দিয়ে দ্রুত গতিতে সেখানে গ্যাস লিকেজ হচ্ছে। এছাড়া এই বিতরণ লাইনের কিছু অংশ পানির মধ্যে দিয়ে টেনে নেয়ার কারণে অনেকাংশে পাইপ নষ্ট হয়ে গেছে। এ কারণে নষ্ট স্থান দিয়ে গ্যাস বের হবার কারনে পানিতে বুদবুদ সৃষ্টি হচ্ছে। গ্যাসেব উৎকট গন্ধ পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এতে করে যে কোন সময় দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। স্থানীয়রা গ্যাসের পাইপ ফেটে লিকেজের বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
এ ব্যাপারে তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান বলেন, গ্যাস লিকেজের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে তিতাসের লোক পাঠানো হয়েছে। বিতরণ লাইনের পাইপ নষ্ট হয়ে যাবার কারণে এমন ঘটনা ঘটেছে। এ বিতরণ লাইন তুলে নিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে শুধুমাত্র বৈধ গ্রাহকদের নতুন করে সংযোগ দেয়া হবে।