সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন

লালমাইয়ে নির্মমভাবে দুই যুবককে হত্যা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

লালমাইয়ে নির্মমভাবে দুই যুবককে হত্যা।

 

লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা লালমাই প্রতিনিধিঃ

 

 

 

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উওর ইউনিয়নের ইছাপুরা গ্রামের একই ঘরে থেকে দুই যুবককে লাশ উদ্ধার করা হয়েছে। ইছাপুরা গ্ধমের হাসানুজ্জামানের ছেলে স্থানীয় ব‍্যবসায়ী হায়াতুন্নবী শরিফ(২৮) এবং অপরজন আবুল হাশেম এর ছেলে দোকানের কর্মচারী ফয়েজ আহমেদ (২৭) নিহতদের পরিবার ও স্থানীয়রা ধারণা করছেন ঈদুল আজহার গরু বিক্রর নগদ টাকার লোভে শরিফ ও ফয়েজকে হত্যার পর লাশ পেলে যায় দুর্বৃত্তরা মঈলবার বেলা ১টায় একটি বসত ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ । স্থানীয় সূত্রে জানা যায় নিহত দুজন একই গ্রামের বাসিন্দা শরিফ গ্রােমে মুদি দোকানে ব‍্যবসা করতেন অপরজন ফয়েজ আহমেদ শরিফ আহমেদের দোকানে চাকরি করতো শরিফের বাবা মা সোমবার রাতে শরিফের বোনের বাড়িতে বেড়াতে গেলে রাতে তারা দোকান বন্ধ করে ঘরে ঘুমাতে যায় মঈলবার সকালে তাদেরকে ঘুম থেকে উঠার জন্য তার বাবা ডাক দিলে তাদের সাড়া না পেয়ে ঘরের দরজা ভাঙ্গলে লাশ দেখতে পায় পরে তোদের চিৎকার শুনে স্থানীয় জনতা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিতি হয় শরিফের বাবা হাসানুজ্জামান বলেন তার ছেলে শরিফের কাছে গরু বিক্রির ১০/১২লাখ নগদ টাকা ছিলো গতকাল বিকেলে খেলার মাঠে আর সেই আরও কিছু টাকা একজন ক্রেতা দিয়ে যায়। সেই টাকা শরিফ লুঙ্গির কোমরে নেয় লোকজনের সামনে। সেই নগদ টাকার লোভে দুর্বৃত্তরা সোমবার রাতের কোন সময় ফয়েজ আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং শরিফ আহমেদকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করে। এ বিষয়ে লালমাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব বলেন। শরিফ ও ফয়েজ নামের দুই ব‍্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সিআইডি ও সিবিআই টিমের জন্য অপেক্ষা আছি। একটি রুমে একজনের লাশ খাটে পড়ে আছে অন‍্যজন রশিতে ঝুঁলছেন। প্রাথমিকভাবে কোন ধারণা করতে চাইনা। ঘটনা তদন্ত ও লাশ ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102