রাজাপুরে করোনায় মৃত্যুতে শোকাহত এলাকাবাসী।
জাকির সিকদার, রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় করোনায় মৃত সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পেয়ে
২৭ জুলাইতে ২৪ ঘন্টায় ৪/৫ জন মারা গেছে। শোকের মাতম রাজনৈতিক নেতাদের মাঝে। উপজেলা হাসপাতাল কর্মী লাভলী মারা গেছে, বেলায়েত বড়ইয়াতে মারা গেছে, নাম না জানা ৪/৫ জন মারা গেছে।
এছাড়া রাজাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এর বাবা ২ নং শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হায়দার (২৭-৭-২১)সকাল ৫.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যুতে রাজাপুর উপজেলা বিএনপি-র ছাত্র দল,যুবদলের সভাপতি টৃকু মৃধাসহ সবাই (শোকাহত) ।
আজ আসরের নামাজ বাদ মরহুমের জানাজার নামাজ।
রাজাপুর উপজেলা বিএনপি-র সকলকে এই জানাজার নামাজে উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করুন। আমিন।