সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বিধি নিষেধ ভঙ্গ করে কাদের মির্জার চা-চক্র।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

কোম্পানীগঞ্জে বিধি নিষেধ ভঙ্গ করে কাদের মির্জার চা-চক্র।

 

 

নোয়াখালী প্রতিনিধিঃ

 

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কঠিন লকডাউনে সরকার ঘোষিত বিধি নিষেধ ভঙ্গ করে বসুরহাট পৌরসভা হলরুমে অনুসারীদের নিয়ে চা-চক্র করেছে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।


গতকাল সোমবার (২৬ জুলাই) বিকেল ৩টা থেকে ঘন্ট্যাব্যাপী আনুমানিক ২ শতাধিক অনুসারী নিয়ে বসুরহাট পৌরসভা হলরুমে এ চা-চক্র করেন তিনি।
কাদের মির্জার চা-চক্র অনুষ্ঠানের ৪টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করলে স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়রা বলছে, তার এ ধরনের কর্মকান্ড সরকার ঘোষিত কঠিন লকডাউনকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এ ধরনের কাজ অনেকেই প্রক্যাশ্যে করতে উৎসাহিত হবেন।


এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন ভঙ্গ করে   এ ধরনের চা-চক্র করার কোনো সুযোগ নেই।তবে এ বিষয়ে তাকে কেউ অবহিত করেননি বলেও জানান তিনি । এরপর তিনি এ বিষয়ে খোঁজ নেবেন বলেও মন্তব্য করেন।


জানা যায়, চিকিৎসার জন্য আগামীকাল বুধবার (২৮ জুলাই)  ভোর চারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে তাঁর। যুক্তরাষ্ট্রের উদ্দেশে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে বসুরহাট পৌরসভার বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন কাদের মির্জা। এ জন্য অনুসারীদের নিয়ে তিনি এ চা-চক্রের আয়োজন করেন।

এ বিষয়ে জানতে  আবদুল কাদের মির্জার ফোনে একাধিকবার কল করা হলেও ফোন ব্যস্ত পাওয়া যায়। তাই এ বিষয়ে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।  তবে সোমবার বিকেলে চা-চক্র অনুষ্ঠানের পর নিজের ফেসবুকে অ্যাকাউন্টে চারটি ছবি পোস্ট করেন কাদের মির্জা লেখেন, আমেরিকা যাওয়ার প্রাক্কালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে চা-চক্রে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। কোম্পানীগঞ্জে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ধৈর্যশীল হয়ে কাজ করার নির্দেশনা দিই। আসুন, সবাই শান্তশিষ্ট কোম্পানীগঞ্জ প্রতিষ্ঠায় যে যার অবস্থান থেকে সহযোগিতা করি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102