সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন

র‌্যাবের হাতে গ্রাম পুলিশ হত্যা মামলার আসামি আটক।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

র‌্যাবের হাতে গ্রাম পুলিশ হত্যা মামলার আসামি আটক।

 

 

নোয়াখালী প্রতিনিধিঃ

 

 

নোয়াখালীর বেগমগঞ্জে র‌্যাব-১১ অভিযান চালিয়ে আনসার সদস্য (গ্রাম পুলিশ) হত্যা মামলার পলাতক আসামি মো.সুমনকে (২৮) আটক করেছে।

সে উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের তুলাচরা গ্রামের মনকাজী বাড়ির মৃত মোবারক উল্যার ছেলে।

সোমবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে বেগমগঞ্জের বাংলা বাজার এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। এরপর দুপুর ২টার দিকে র‌্যাব তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে পুলিশ বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে।

র‌্যাব ১১,সিপিপি-৩, লক্ষীপুর এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গত (৩০ ডিসেম্বর) ২০১৮ইং তারিখে অনুষ্ঠিতব্য ১১তম জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ এর সংসদীয় আসন নোয়াখালী ২ এর  বেগমগঞ্জ থানাধীন গোপালপুর ইউনিয়নের তুলাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ নং ভোট কেন্দ্র দখলের নিমিত্তে অবৈধ অস্ত্রসস্ত্র নিয়ে এক যোগে আক্রমনের ঘটনা ঘটে। এতে ভোট কেন্দ্রে নিয়েজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রতিহত করলে সন্ত্রাসী সুমনসহ তার সাঙ্গপাঙ্গরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে এলাপাতাড়ি গুলি ছোঁড়ে। তাদের গুলিতে আনসার সদস্য (গ্রাম পুলিশ) হারুন অর রশীদ (৫১) ) ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় নিহতের পিতা ৮জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে সে ২বছর ৬মাস যাবত পলাতক ছিল। এছাড়া তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় আরও ৩টি মামলা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102