মোঃ আরমান হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে হাসপাতালের পরিত্যক্ত ষ্টোর রুমে এই ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ মাহমুদুল আলম, হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ আহাদ আলী, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার তাৎক্ষনিক ছুটে আসেন।
ঘটনার পর থেকে হাসপাতালে চিকিৎসা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে যারা চিকিৎসাধীন ছিলেন এরকম ৮০ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এএসবিডি/আরএইচএস