রূপগঞ্জে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে প্রভাবশালীদের মসজিদে তালা।
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের দেইলপাড়া বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে প্রভাবশালীরা মসজিদে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। অত্র এলাকার মোকসেদ আলীর ছেলে আক্তার হোসেন ও জালাল উদ্দিন’র ছেলে ফারুক মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তবে মসজিদের গেইটে তালা ঝুলিয়ে দেয়ার কথা অস্বীকার করেছেন তারা।
এ বিষয়ে দেইলপাড়া বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে বলেন – দীর্ঘ দিন যাবত মসজিদ কমিটির সাথে আক্তার ও ফারুকের সাথে বাদ বিতর্ক হয়ে আসছে।মুলত মসজিদের সাবেক ইমাম কে নিয়ে এ বাদ বিতর্কের সৃষ্টি হয়।এর পর সমাজের সকলে মিমাংসার চেষ্টা করা হয় কিন্তু তারা না মেনে মসজিদ থেকে বেরিয়ে যায়। এরপর ঈদের দিন গরু কুরবানীর টাকা নিয়ে আবার ও বিরোধ করে আক্তার ও ফারুক।মুলত তার জের ধরেই শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে তালা ঝুলিয়ে দেয় ফারুক ও আক্তার।
দেইলপাড়া বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন বলেন – মোকসেদ আলীর ছেলে আক্তার হোসেন ও জালাল উদ্দিন’র ছেলে ফারুক মিয়া আজ যে কাজ করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। তারা মুলত পারিবারিক কলহর কারনেই এ ঘটনা ঘটিয়েছে।এ সময় তাদেরকে বাধা দিতে গেলে কয়েকজন কে পিটিয়ে আহত করা হয়েছে বলে জানা গেছে । এতে এলাকাবাসী মধ্যে চরম আতংক বিরাজ করছে। এলাকাবাসী এ ঘটনায় জড়িত দ্রুত বিচারে দাবি জানিয়েছে।
অন্যদিকে দেইলপাড়া বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদে মসজিদে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ওই তালা দ্রুত খুলে দিয়ে পূর্বের ন্যায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবি জানান।