সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :

প্রতিপক্ষকে মিথ্যা মামলায় হয়ারানি করায় শ্রীঘরে নারী।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

প্রতিপক্ষকে মিথ্যা মামলায় হয়ারানি করায় শ্রীঘরে নারী।

 

নোয়াখালী প্রতিনিধিঃ

 

 

জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একাধিক মিথ্যা মামলায় প্রতিপক্ষকে হয়রানি করায় আদালতের গ্রেফতারী পরোয়ানায় এক নারীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত বিবি মরিয়ম (৪৫) বেগমগঞ্জের ১২ নং কুতুবপুর ইউনিয়নের আবদুল্লাহ পুর গ্রামের মফজর মিয়ার বাড়ির মো. ইউছুফ খোকনের স্ত্রী।

শনিবার (২৪ জুলাই) শনিবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে, গত (১৮জুলাই) নারী ও শিশু নিযাতন ট্রাইবুনাল ১ম আদালত কর্তৃক প্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় বেগমগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,বিবি মরিয়ম নিজ বাড়ীতে তার স্বামীর ফূফাতো ভাই, ও তাদের ছেলে, মেয়ে ও ছেলের বউদের উপর দীঘদিন যাবত জায়গা সম্পত্তি সংক্রান্ত ঝামেলার জন্য বিভিন্ন ভাবে মিথ্য মামলা দিয়ে আসছেন। বিগত ২৪ অক্টোবর ২০১৭ ইং তারিখ সেনবাগ থানায় একটি মিথ্যা নারী নির্যাতন মামলা দায়ের করতে গেলে অফিসার ইনচার্জ তা তদন্ত স্বাপেক্ষে মামলাটি মিথ্য প্রতীয়মান হওয়ায় গ্রহণ করেননি। পরবতীতে বিবি মরিয়ম তার ছেলেকে দিয়ে বিচারিক ম্যাজিষ্ট্রেট ৩নং আমলী আদালত, নোয়াখালী এর বরাবরে পিটিশন মামলা নং ৫৯২/২০১৭ ইং দাখিল করেন । ওই মামলায় যাদের আসামী করা হয় তারা সম্পর্কে চাচা, ভাতিজা, ও ভাগিনা সহ মোট ৫ জন । পরবতীতে বিজ্ঞ সিনিয়র বিচারিক ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালত নোয়াখালী পিটিশান মামলা নং ২২৯/২০১৮ ইং দাখিল করেন বিজ্ঞ আদালত মামলাটি পিবিআইকে তদন্তের জন্য দিলে পিবিআই তদন্ত রিপোট এ মামলা মিথ্যা হিসাবে প্রতিবেদন জমা দেন।

গত ২৭ জুন ২০১৮ ইং বিবি মরিয়ম নিজেই বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নিযাতন দমন আইন ২০০০ (সংশোধিত/৩) এর ১০ ধারায় মামলা রজু করেন। পরবতীতে গত ২৩ মার্চ ২০২১ ইং নারী ও শিশু নিযাতন ট্রাইব্যুনাল ১ম এ এর বিজ্ঞ বিচারক মামলার ফাইনাল রিপোট ও অন্যান্য সার্র্বিক দিক বিবেচনা করে মামলাটি মিথ্য ও হয়রানি মূলক হিসাবে আসামীদের বেকসুর খালাস প্রদান করেন। এই মামলায় জেঠাত ভাই, চাচাত ভাই ও ফুফাত ভাই সহ মোট ৬ জনকে আসামী করা হয়েছিল।
পরবতীতে বাবা, ছেলে, মেয়ে চাচা, চাচী, সহ মোট ৯ জন কে আসামী করে বিজ্ঞ নিবাহী ম্যাজিস্ট্রেট আদালত নোয়াখালীতে পিটিশন মামলা নং-৮৫/২০১৮ ইং মামলা দায়ের করেন। মামলাটি বিজ্ঞ আদালত মিথ্যা হিসাবে খারিজ করেন।  সর্বশেষ ১জুলই ২০২১ ইং তারিখ বেগমগঞ্জ থানায় বিবি মরিয়মের ছেলে তানভীর আহমেদ কে দিয়ে আরেকটি মামলা রজু করেন। ওই মামলায় বর্তমানে সবাই জামিনে মুক্ত আছেন।

এই বিবি মরিয়মের মিথ্যা মামলায় জর্জরিত হয়ে একটি একান্নভর্তি পরিবার দীঘদিন যাবত সামাজিক, মানসিক ও আর্থিক ভাবে প্রচুর ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিবি মরিয়মের দায়ের করা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ১ম এর মামলাটি  বাতিল হওয়ার কারণে উক্ত ভূক্ত ভূগী পরিবারের পক্ষ থেকে ১৭ ধারায় মামলা করলে বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে বিবি মরিয়মের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

বেগমগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, বিবি মরিয়ম ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102