বাঘারপাড়া পৌর-বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল বাঘারপাড়া পৌর-শাখার সদস্য সচিব মোঃ সৌখিন হোসেন।
সৌখিন হোসেন তার বার্তায় বলেন,প্রিয় বাঘারপাড়া পৌরসভা বাসী আপনাদের সবার জানা আছে সারাবিশ্বে চলছে মহামারী করোনা ভাইরাস এর মৃত্যুর মিছিল একটা দেশও নাই যে তারা এই মহামারি থেকে মুক্তি পাচ্ছে।
আপনারা আরও জানেন প্রায় ২ বছর হতে চলেছে আমরা এই মহামারি করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে চলেছি,গত বছর থেকে বর্তমান বছরে সবাই ৪টি ঈদ পেয়েছি কিন্তু ৩টি ঈদের আনন্দ এই মহামারির কারনে আমরা উপভোগ করতে পারিনি,এবারের ঈদের আনন্দও আমরা উপভোগ করতে পারছিনা।তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজের পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করবেন।
তিনি আরও বলেন,সবাই সামাজিক দুরত্ব বজায় রেখে কুলাকুলি,হ্যান্ডসেফ,এবং এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল বন্ধ রাখবেন,নিজে সুস্থ থাকবেন এবং অন্যকে সুস্থ রাখার চেষ্টা করবেন।
পরিশেষে আরও বলেন,সবাই নামাজ পড়বেন এবং মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইবেন তিনি যেন এই করোনা ভাইরাস মহামারী থেকে বিশ্ববাসীকে মুক্ত করে দেন।