মোঃ নাজমুল হুদা, ইয়াস- ভ্রাম্যমান ক্রাইম তদন্ত পরিদর্শক, রংপুর জেলাঃ রংপুরে বিশিষ্ট ৫ ব্যক্তি টীকা নিয়ে উদ্বোধন করলেন কোভিড টীকাদান কার্যক্রম ।
রবিবার (৭ ই ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় রংপুর কোভিড টীকাদান কার্যক্রম কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে টীকাদান শুরু হয়। প্রথমে টীকা নেন রংপুর সিটি করপোরেশন এর মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একে এম নুরুন্নবী লাইজু, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাঃ মোকাদ্দেসকে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে রংপুরে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়াও ৭ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের নার্সিং হোস্টেলের অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেটাইন সেন্টারে ভ্যাকসিন প্রদান শুরু হয়।
এদিকে রংপুর সেনানিবাসে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম কামরুল হাসানকে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে সেনা সদস্য, অসামরিক ব্যক্তিদের করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে রংপুর নগরী, ক্যান্টনমেন্টসহ মোট ১৭টি বুথে ১ হাজার ৭’শ জনকে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানাগেছে।