সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

নওগাঁ ও ধামইরহাটে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

মিঠু, নওগা থেকেঃ নওগাঁর সদর ও ধামইরহাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটের আগে পৌরসভা দুটিতে উত্তেজনা দেখা দিলেও আজ শনিবার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও কোথাও কোনো গোলযোগ কিংবা অনিয়মের খবর পাওয়া যায়নি।

নওগাঁ পৌরসভায় মেয়র পদে পাঁচজন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিল পদে ৫৭ জন
এবং তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা, বিএনপির নজমুল হক, আওয়ামী লীগ ঘরানার স্বতন্ত্র প্রার্থী ইকবাল শাহরিয়ার, জাতীয় পার্টির ইফতারুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের
আতিকুল ইসলাম। এই দুটি পৌরসভাতেই ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকালে ভোটগ্রহণের শুরুতে নওগাঁ পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। কেন্দ্রগুলোতে সব প্রার্থীর এজেন্ট দেখা গেছে। তবে ভোটকেন্দ্রগুলোর বাইরে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও কাউন্সিলদের সমর্থকদের সরব উপস্থিতি চোখে পড়লেও বিএনপিসহ অন্যান্য মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের উপস্থিতি তেমন চোখে পড়েনি।

নওগাঁ পৌরসভায় মেয়র পদে পাঁচজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বীতা হওয়ার কথা, আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে।

সকাল সাড়ে ৮টায় নওগাঁ পৌরসভার সেন্ট্রাল গালর্স উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের
প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা। হাট-নওগাঁ উচ্চবিদ্যালয়ে বিএনপির প্রার্থী নজমুল হক ও নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার কথা স্বতন্ত্র প্রার্থী ইকবাল শাহরিয়ারের।

সকালে ভোট দিয়ে আওয়ামী লীগের নির্মল কৃষ্ণ সাহা সাংবাদিকদের বলেন, ‘ভোটের পরিবেশ নিয়ে তিনি সন্তুষ্ট। জয়ের ব্যাপারী শতভাগ আশাবাদী। ভোটে যে ফল হবে তা মেনে নেব।’

জানতে চাইলে বিএনপির প্রার্থী নজমুল হক বলেন, ‘এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে কোনো বিশৃঙ্খলা হয়নি। তবে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা অবস্থান নিয়ে ভোটারদের ঢুকতে বাধা দিচ্ছে। ভোটের আগে বিএনপির সমর্থক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিয়ে এসেছেন আওয়ামী লীগের প্রার্থীর লোকজন।’

স্বতন্ত্র প্রার্থী ইকবাল শাহরিয়ার বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। শেষ পর্যন্ত ভোটের পরিবেশ এ রকম থাকলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ভোটগ্রহণ নির্বিঘ্নে করতে মাঠ পর্যায়ে বিজিবি, র‌্যাব, পুলিশসহ চার স্তরের নিরাপত্তা বাহিনী কাজ করছে। এছাড়া ম্যাজিস্ট্রেটদের পুলিশের বেশ কিছু ভ্রাম্যমাণ দল ভোটের মাঠ তদারকি করছে।

নওগাঁ পৌরসভায় মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ২৪০ জন। মোট ভোটকেন্দ্র ৪১টি। ক শ্রেণির এই পৌরসভায় ২০১০ ও ২০১৫ সালের নির্বাচনে জয় পান বিএনপির প্রার্থী নজমুল হক।

এদিকে ধামইরহাট পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রে মোট ভোটার ১২ হাজার ৬৪০ জন। এই পৌরসভায় মেয়র পদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৭জন এবং
সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমিনুর রহমান, বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী আইয়ুব হোসেন। এখানে তিনজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বী হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102