বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র রিফাত জামিল পায়েহেঁটে পাড়ি দিলেন পঁয়ত্রিশ কিলোমিটার পথ
ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের রিফাত জামিল রিয়াদ, তিনি বাদশাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মাটিকাটা গ্রামের মোঃ আলী আকবরের ছেলে ও সেলবরষ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ এর ভাতিজা। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র।
গতকাল ১৭ই জানুয়ারি বেলা ১১:৪৭ মিনিটে তার বাড়ি থেকে বের হয়ে রাত ৭:১০ এ নেত্রকোণা সদরের বাংলাবাজার এসে পৌছান। এর আগে ৩৫ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়ে এসেছেন।
মোহনগঞ্জ রেলস্টেশন এলাকার হানিফ ও শোভনসহ তার কয়েকজন বন্ধু তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তারপর তার সাথে প্রায় ১ কিলোমিটার পথ সাথী হয়ে ছিলেন।
এ উদ্যোগ নিয়ে রিফাত জামিল রিয়াদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ইচ্ছে আছে অনেক পথ হাইকিং (হাঁটা) করে দেশের বিভিন্ন জেলার সুন্দর সুন্দর নিদর্শন অবলোকন করার এতে আমার নিজের ধৈর্য বাড়বে এবং সাধারণ মানুষের থেকে অনেক কিছু শেখার আছে ।