নির্বাচনি প্রচার শুরুর প্রথম দিনেই নাটোরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। গণসংযোগকালে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হয়রানির অভিযোগকে কেন্দ্র করে জেলা জামায়াত ও বিএনপি আলাদা আলাদা সংবাদ সম্মেলনে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের সেন্টারপাড়া এলাকায় ঘটনার সূত্রপাত। ওই এলাকায় প্রচারের সময় জামায়াতের নারী কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে বলে দাবি করে দলটি। এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে জেলা জামায়াত সংবাদ সম্মেলন করে।
লিখিত বক্তব্যে নাটোর-২ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুর রহমান রাসেল বলেন, নির্বাচনি প্রচারের প্রথম দিনেই বিএনপির কয়েকজন কর্মী তাদের নারী কর্মীদের প্রচারে বাধা দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। তিনি এ ঘটনাকে নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন উল্লেখ করে সুষ্ঠু ও সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেন।
অন্যদিকে জামায়াতের অভিযোগ প্রত্যাখ্যান করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাল্টা সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। সেখানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, জামায়াতের আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের কোনো নারী কর্মীর ওপর হামলা বা লাঞ্ছনার ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, জামায়াতের কিছু কর্মী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছিলেন, যা স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। এ কারণে সাধারণ মানুষ তাদের বাধা দেয়। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে জামায়াত নির্বাচনি পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির সংবাদ সম্মেলনে জেলা সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।