ভারতে রাজস্থানের উদয়পুরে দুটি প্রাইভেটকারের সংঘর্ষে অপ্রাপ্তবয়স্ক তিনজনসহ চার কিশোর নিহত হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) এনডিটিভির খবরে বলা হয়, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে আরও বলা হয়, হাতে সিগারেট নিয়ে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে রাতের বেলা প্রাইভেট কার চালাচ্ছিল এক কিশোর। সঙ্গে ছিল তারই সমবয়সীরা। উচ্চ স্বরে গান বাজিয়ে আনন্দও করছিল তারা। কিন্তু সেই আনন্দ নিমেষে পরিণত হয় বিষাদে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার কিশোর প্রাণ হারায়।
দুর্ঘটনার আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, যে গাড়িতে কিশোররা ছিল, সেটি ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার গতিতে চলছিল আর চালক নির্বিকারভাবে সিগারেট ধরিয়ে উচ্চ স্বরে গান বাজিয়ে গাড়ি চালাচ্ছিল। দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে অন্তত দুজন বন্ধু তাকে বারবার গতি কমাতে অনুরোধ করেছিল।
ভিডিওতে আরও দেখা যায়, পেছনের সিটে বসা এক বন্ধু গাড়ি চালানোর দৃশ্য রেকর্ড করছিল। গাড়ির স্টেরিওতে উচ্চ স্বরে হরিয়ানভি গান ও ভিডিও চলছিল। একপর্যায়ে স্পিডোমিটারের কাঁটা ১০০ কিলোমিটার ছাড়িয়ে গেলে চালক শের মোহাম্মদ (১৯) গতি না কমিয়েই সিগারেট টানতে থাকে।
রেকর্ড করতে থাকা বন্ধু বলে, ‘হাত সরাও।’ এরপর ক্যামেরা স্পিডোমিটারের দিকে ঘোরানো হয়, যেখানে কাঁটা ১২০ কিলোমিটার ছুঁয়ে ফেলছে। কিছুক্ষণের মধ্যেই আরেক বন্ধু বলে, গাড়ির গতি ১৪০ কিলোমিটার হয়ে গেছে। এরপর সে চালককে ধীরে চালাতে বলে।
মাত্র কয়েক সেকেন্ড পরই গাড়িটি হঠাৎ দুলে ওঠে, একটি চিৎকার শোনা যায়, তারপর বিকট শব্দে সংঘর্ষ হয়। কাচ ভাঙার শব্দের পর ভিডিওতে অন্ধকার নেমে আসে। দুর্ঘটনার পরও ফোনটিতে রেকর্ড হতে থাকে। প্রায় ৪০ সেকেন্ড নীরবতার পর আহতদের কাতরানোর শব্দ শোনা যায়।
ভিডিওর শেষ অংশে একজন আহত বন্ধু আশপাশের লোকজনের কাছে সাহায্যের জন্য আকুতি জানায়। তাকে বলতে শোনা যায়, ‘বাঁচাও ভাইয়া… মা… বাঁচাও। আমি ভেতরে আটকে আছি, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।’ এই আর্তনাদ দুই মিনিটেরও বেশি সময় ধরে চলতে থাকে, ভিডিওটি প্রায় ৯ মিনিটে গিয়ে শেষ হয়।
পুলিশ জানায়, ছয় বন্ধু ‘মেহফিল-ই-মিলাদ’ অনুষ্ঠানে অংশ নিয়ে একটি গাড়িতে করে চা খেতে উদয়পুরের পুরোনো আহমেদাবাদ হাইওয়ের দিকে যাচ্ছিন। পথে তাদের গাড়িটি গুজরাটগামী আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে মোহাম্মদ আয়ান (১৭), আদিল কুরেশি (১৪), শের মোহাম্মদ (১৯) ও গুলাম খাজা (১৭) ঘটনাস্থলেই নিহত হন। একই গাড়ির বাকি দুজন গুরুতর আহত হন। অন্য গাড়িটির চার আরোহীও আহত হয়েছেন।