বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

দুই দিনে চারবার হাঙ্গরের আক্রমণ, সৈকত বন্ধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

দুই দিনে চার হাঙ্গর হামলার ঘটনায় অস্ট্রেলিয়ার সিডনিসহ পূর্ব উপকূলজুড়ে কয়েক ডজনের বেশি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, সিডনি থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে পোর্ট ম্যাকোয়ারির আশপাশের কয়েকটি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সার্ফিংয়ের সময় এক ব্যক্তি হাঙরের কামড়ে আহত হন।

এর আগে সোমবার সন্ধ্যায় সিডনির ম্যানলি এলাকায় ২০ বছরের এক সার্ফার হাঙরের আক্রমণে আহত হন। একই সময়ের মধ্যে এক শিশু অল্পের জন্য রক্ষা পায় এবং আরেক সৈকতে এক কিশোর গুরুতর আহত হয়।

নিউ সাউথ ওয়েলসের সার্ফ লাইফ সেভিং সংস্থার প্রধান নির্বাহী স্টিভেন পিয়ার্স সাংবাদিকদের বলেছেন, সাঁতার কাটার পরিকল্পনা থাকলে আপাতত স্থানীয় সুইমিং পুলে যাওয়াই নিরাপদ। এই মুহূর্তে সৈকতগুলো নিরাপদ নয়। তিনি আরও উল্লেখ করেছেন, পানির অবস্থার কারণে এটি বুল শার্কের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে।

বিশেষজ্ঞদের মতে, কয়েক দিনের ভারী বৃষ্টিতে বন্দর এবং আশপাশের সৈকতে মিঠা ও নোনা পানির মিশ্রণ (ব্র্যাকিশ পানি) তৈরি হয়েছে, যা বুল শার্কের জন্য আদর্শ পরিবেশ। এই প্রজাতির হাঙর এমন পানিতেই বেশি সক্রিয় থাকে।

হাঙর আচরণ বিশেষজ্ঞ ও গবেষক ক্রিস পেপিন-নেফ সিডনি মর্নিং হেরাল্ডে বলেছেন, সাধারণত হাঙর মানুষকে আক্রমণ করে না। তবে ঘোলা পানিতে তাদের দৃষ্টিসীমা কমে যায়। ফলে তারা কোনোকিছুর সঙ্গে ধাক্কা খেলে প্রতিরক্ষামূলক বা কৌতূহলবশত কামড় দিতে পারে।

তিনি আরও বলেছেন, ভারী বৃষ্টিতে পয়ঃবর্জ্য ও ময়লা পানিতে মিশে যায়, যা ছোট মাছকে আকৃষ্ট করে, আর সেই মাছের পেছনেই হাঙর আসে।

উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় প্রতি বছর গড়ে প্রায় ২০টি হাঙর হামলার ঘটনা ঘটে, যার মধ্যে তিনটিরও কম প্রাণঘাতী হয়। তবে দেশটির সৈকতগুলোতে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা এর তুলনায় যা অনেক বেশি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102