ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টি থেকে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক।
বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসন থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন, বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রমিজ উদ্দিন এবং খেলাফত মজলিসের প্রার্থী বালী নাসের ইকবাল।
বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) প্রার্থী মোঃ রহমাতুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. জুলফিকার হোসেন।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসন থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে সব মিলিয়ে বৈধ প্রার্থীর সংখ্যা ২৩ জন।