যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে কয়েক মিনিটের ব্যবধানে পরপর চারটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ইনডিও এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মূল ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯।
ইউএসজিএসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বিকেল ৫টা ৫৬ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ইনডিও শহরের উত্তর-পূর্ব দিকে এবং ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ২ মাইল (প্রায় ৩.২ কিলোমিটার)। গভীরতা কম হওয়ায় কম্পনটি বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে।
প্রথম কম্পনটির পর পরবর্তী ৫ মিনিটের মধ্যে আরও তিনটি আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়। এই অনুকম্পনগুলোর মাত্রা ছিল ২.৯ থেকে ৩.৩-এর মধ্যে।
কোথায় কোথায় অনুভূত হয়েছে?
ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, ইনডিও ছাড়াও পার্শ্ববর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে, পাম স্প্রিংস, মুরিয়েটা, তেমেকুলা উত্তর সান ডিয়েগো কাউন্টির বাসিন্দারা জানিয়েছেন, তারা কয়েক দফায় মাটির নিচে তীব্র কম্পন অনুভব করেছেন।
এদিকে, ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ধরনের কোনো কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।