বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সলিমপুরে কম্বাইন্ড অপারেশন চালানো হবে : প্রেস সচিব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন র‍্যাব কর্মকর্তা আবদুল মোতালেব। র‍্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর কঠোর অবস্থান নিয়েছে সরকার এবং ওই এলাকায় একটি যৌথ অভিযান বা কম্বাইন্ড অপারেশন চালানোর ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটে ঝুঁকিপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে ৬,৫৫২ কেন্দ্রে সিসিটিভি আছে, বাকি ২১,৯৪৬টি কেন্দ্রে ৩১ জানুয়ারির মধ্যে সিসিটিভির আওতায় আনা হবে। কমপক্ষে ৬টি করে সিসিটিভি থাকবে। বাকিগুলোতে স্থানীয় প্রশাসনের উদ্যোগ নেওয়া হবে। ২৯৯টি কেন্দ্রে বিদ্যুৎ নেই, সেখানে জেনারেটর দিয়ে চালানো হবে। সব কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা দেওয়া হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। চারটি নতুন থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি।

প্রেস সচিব বলেন, লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগাদা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক কর্মকর্তা নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও তিন র‍্যাব সদস্য।

চট্টগ্রামের এই এলাকা দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে এবং এখানে অভিযান চালানো আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ বসতিতে অভিযান চলাকালে সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে হামলা চালায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102