জৈন্তাপুর মডেল থানা পুলিশ এক অভিযান চালিয়ে ভারতের বেশ কিছু চোরাচালান পণ্য আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) ভোর ৫ টার দিকে জৈন্তাপুর মডেল থানাধীন নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের চেকপোস্ট বসিয়ে এসআই রাজন দেবের নেতৃত্বে পুলিশের একটি টহল টিম পর্যটকবাহী বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করে।
আটককৃত পন্যর মধ্যে ছিল- ১২ বস্তা খোলা জিরা (২৪০ কেজি), ৮০ প্যাকেট মেন্টস চকলেট, ৯০০ পিস কিটক্যাট চকলেট, ৬২০ পিস স্নিকার্স চকলেট এবং ২০ প্যাকেট আমৃত ব্র্যান্ডের জিরা। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬২ হাজার ৩ শত টাকা।
এ ঘটনায় শের আলী চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা এবং মৃত মিরাজ চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, জব্দকৃত পণ্যগুলো তিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
জৈন্তাপুর মডেল থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশের নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে।