চট্টগ্রামের চন্দনাইশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদ এবং সংশ্লিষ্ট সংসদীয় আসনের এক প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখায় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
জানা গেছে, গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে চন্দনাইশের বাদুরপাড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সংগঠক ও গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ হাসনাত আব্দুল্লাহ এবং মহানগর কমিটির কর্মী মঈন উদ্দীনের ওপর অতর্কিত হামলা চালায় একদল মুখোশধারী দুর্বৃত্ত।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই হামলার প্রতিবাদে এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদের প্রার্থিতা বাতিলের দাবিতে শনিবার বিকেলে গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এ সময় তারা হামলাকারীদের গ্রেপ্তার এবং জসীম উদ্দীনের ‘কালো টাকা’ বাজেয়াপ্ত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী জসীম উদ্দীন আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে আমি বা আমার দলের কোনো কর্মী জড়িত নন। জুলাই যোদ্ধারা আমাদের জাতীয় সম্পদ ও আবেগ। এই হামলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
নির্বাচনি পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে একটি পক্ষ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি।
অবরোধের ফলে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানমুখী মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে অ্যাম্বুলেন্স, দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে জনভোগান্তি চরমে পৌঁছায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, সহকারী পুলিশ সুপার এবং চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াস খান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।
পরে প্রশাসনের হস্তক্ষেপে এবং শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে অবরোধ শেষে যানজট স্বাভাবিক হতে সন্ধ্যা গড়িয়ে যায়।