বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

দিশার প্রেমিক ‍‍`যৌনরোগে‍‍` আক্রান্ত!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

বলিউড জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি ও সংগীতশিল্পী তালবিন্দরের সম্পর্ক যখন ‘টক অব দ্য টাউন’, ঠিক তখনই এক বিস্ফোরক দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুললেন গায়কের সাবেক প্রেমিকা সোনি কৌর। এটি শুধু এইচআইভি ও যৌনরোগের বিষয় নয় বলে জানালেন তিনি।

জানা গেছে, অভিনেত্রী দিশা পাটানির জীবনে টাইগার শ্রফ অতীত। এখন সুরকার ও সংগীত প্রযোজক গায়ক তালবিন্দর সিং সিধুর জীবনে প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি।

ইনডিপেনডেন্ট মিউজিক দুনিয়ায় বেশ নামডাক করেছেন এ গায়ক। শৈশবের বেশ কিছুটা সময় সান ফ্রান্সিসকোতে কাটিয়েছেন। সেখানেই হিপহপের মতো পশ্চিমা ঘরানার মিউজিকের সঙ্গে তার পরিচয়।

বর্তমানে বিশ্বজুড়ে খ্যাতিলাভ করেছেন তালবিন্দর সিং। ২০১৮ সালে সংগীত জগতে আত্মপ্রকাশ ঘটে। গুঞ্জন রয়েছে— সেই পাঞ্জাবি গায়কের সঙ্গেই নাকি বর্তমানে ডুবে ডুবে জল খাচ্ছেন দিশা পাটানি।

কৃতি শ্যাননের বোন নূপুরের বিয়ের আসরে তাদের সম্পর্ক নজর কাড়ে। নতুন প্রেমিকের সঙ্গে দিশার ‘বেস্ট ফ্রেন্ড’ মৌনি রায়ের সঙ্গে তালবিন্দরের এক ভিডিও প্রকাশ হয়েছে।

যেখানে দেখা যায়, পাপারাৎসিদের ফ্ল্যাশের ঝলকানি থেকে পাঞ্জাবি গায়ককে বাঁচাতে প্রাণপণ ছুটছেন মৌনি! এমনকি নূপুর শ্যাননের বিয়ের ককটেল পার্টিতেও মৌনির স্বামী সূর্য নাম্বিয়ারের সঙ্গে খোশগল্প করতে দেখা গেছে দিশা-তালবিন্দরকে। আর সেসব ফ্রেমবন্দি মুহূর্ত নিয়েই এখন বলিউডে আলোচনার শেষ নেই। এমন আবহেই ভাইরাল তালবিন্দরের সাবেক প্রেমিকা সোনি কৌরের ইঙ্গিতপূর্ণ পোস্ট।

ইনস্টাগ্রাম স্টোরিতে কারো নাম উল্লেখ না করেই পোস্ট করেন তিনি। সোনি লিখেছেন— এটি শুধু এইচআইভি ও যৌনরোগের বিষয় নয়, মানুষ অভিশাপের সঙ্গে দুর্ভাগ্যও বয়ে আনে।

সামাজিক মাধ্যমে সোনির সেই পোস্টে নিয়েই নেটিজেনদের মাঝে ঝড় ওঠে। প্রশ্ন উঠছে— তাহলে কি সত্যিই দিশা পাটানির সঙ্গে ‘বিশেষ বন্ধু’ যৌনরোগে আক্রান্ত? যদিও এই সমালোচনার মাঝে মুখ বন্ধ রেখেছেন গায়ক-অভিনেত্রী। তবে নূপুরের বিয়ের অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বলিউডে এখন মুখরোচক গসিপের রমরমা চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102