ঝিনাইদহের শৈলকুপায় বিশেষ অভিযান চালিয়ে মধু দাস নামে এক যুবককে গাঁজাসহ আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শৈলকুপা পৌরসভার ঋষিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম। তার সঙ্গে অভিযানে অংশ নেন এএসআই ফেরদৌস ও এএসআই আহসান হাবিব।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মধু দাস গাঁজা বিক্রির সঙ্গে জড়িত। এই অপরাধে তিনি প্রায়ই পুলিশের হাতে আটক হন এবং প্রতি বছর প্রায় ছয় মাস তাকে কারাভোগ করতে হয়।
পুলিশ জানায়, মধু দাসকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়েছে। এবার তাকে আর কোনো ছাড় দেওয়া হবে না এবং পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। এ আটকের ঘটনায় শৈলকুপার সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।