রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ৬.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দ্বীপে কম্পনটি অনুভূত হয়।
রাশিয়ার সাখালিন অঞ্চলের জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশে।
এটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৬৯ কিলোমিটার গভীরে ছিল এবং কুড়িলস্ক শহর থেকে দক্ষিণ-পূর্ব দিকে এর দূরত্ব ছিল প্রায় ১৩০ কিলোমিটার।
প্রাথমিক খবর অনুযায়ী, এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বড় ধরনের কোনো অবকাঠামোগত ক্ষতির তথ্যও মেলেনি।
স্থানীয় প্রশাসন বর্তমানে ওই এলাকার ভবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরীক্ষা করে দেখছে। কোথাও কোনো ফাটল বা ঝুঁকি আছে কি না তা যাচাই করা হচ্ছে।
জানা যায়, এলাকাটিতে জনজীবন স্বাভাবিক রয়েছে এবং সব ধরনের জরুরি পরিষেবা চালু আছে।