ইতালির রাভেনা প্রদেশে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে মাত্র দুই মিনিটের ব্যবধানে শক্তিশালী দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পন দুটির মাত্রা ছিল যথাক্রমে ৪.৩ এবং ৪.১। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
ইতালির জাতীয় ভূ-পদার্থ ও আগ্নেয়গিরি ইনস্টিটিউট (আইএনজিবি)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টা ২৭ মিনিটে ৪.৩ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল রাভেনার ‘রুসি’ শহরের কাছে, ভূগর্ভস্থ ২৩ কিলোমিটার গভীরে।
এর ঠিক দুই মিনিট পরেই ৪.১ মাত্রার দ্বিতীয় ঝাকুনিটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল রুসি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ‘ফায়েনজা’ শহর।
ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে সমগ্র রোমানাএলাকা কেঁপে ওঠে। ঘরবাড়ি, স্কুল এবং অফিস থেকে সাধারণ মানুষ দ্রুত খোলা জায়গায় বেরিয়ে আসেন।
জানা গেছে, রেললাইনের কোনো ক্ষতি হয়েছে কি না তা পরীক্ষা করতে ওই অঞ্চলের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। টেকনিক্যাল ইন্সপেকশন শেষ হওয়ার পর পুনরায় চলাচলের অনুমতি দেওয়া হবে।
রাভেনা প্রদেশের স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত কোনো মানুষ আহত হওয়ার বা কোনো ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়নি। তবে পুরো এলাকায় এখনো কড়া নজরদারি ও নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে।