বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

মোবাইল অ্যাপে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

মেট্রোরেলের যাত্রীরা এখন থেকে র‌্যাপিড পাস কার্ড মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে রিচার্জ করতে পারবেন। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে এই নতুন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের গণপরিবহন ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে মেট্রোরেল ও অন্যান্য গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহার আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।

ডিটিসিএ জানিয়েছে, নতুন অ্যাপের মাধ্যমে যাত্রীরা কাউন্টারে না গিয়েই রিচার্জ করতে পারবেন। রিচার্জের ইতিহাস দেখা, কার্ড ব্যবহার এবং ব্যালেন্স যাচাই করা, এনএফসি সমর্থিত স্মার্টফোন ব্যবহার করে তাৎক্ষণিক ব্যালেন্স পরীক্ষা করা সম্ভব। এ ছাড়া বিকাশ, রকেট, ভিসা, মাস্টারকার্ড ও এএমইএক্স কার্ডসহ একাধিক ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করা যাবে।

অনলাইনে রিচার্জ করতে হলে প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে একবার সাইন-আপ করতে হবে। যারা আগে র‌্যাপিড পাসের ওয়েবসাইটে নিবন্ধিত ছিলেন, তারা একই লগইন তথ্য ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন। লগইনের পর পূর্বে যুক্ত করা কার্ড স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে এবং প্রয়োজনে নতুন র‌্যাপিড পাস বা এমআরটি কার্ড যুক্ত করা যাবে।

রিচার্জের ক্ষেত্রে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত অনলাইনে টপ-আপ করা যাবে। তবে কার্ডে ব্যালেন্স কার্যকর হওয়ার জন্য তা অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ করতে হবে। সফল রিচার্জের পর নিবন্ধিত মোবাইল নম্বরে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে। একবারে একটি কার্ডে শুধুমাত্র একটি পেন্ডিং রিচার্জ রাখা যাবে। পেন্ডিং রিচার্জ বাতিল করতে চাইলে সাত দিনের মধ্যে আবেদন করা যাবে, তবে এতে পাঁচ শতাংশ সেবা চার্জ প্রযোজ্য।

ডিটিসিএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মশিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

মোবাইল অ্যাপ চালু হওয়ার মাধ্যমে যাত্রীরা যেকোনো সময় ও স্থান থেকে রিচার্জ করতে পারবেন। এই উদ্যোগের ফলে যাত্রীসেবার মান উন্নত হবে এবং ভবিষ্যতে বাস, মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনে র‌্যাপিড পাস ব্যবহারের সুযোগ আরও সম্প্রসারণের পথ সুগম হবে।

এর আগে, গত বছরের ২৫ নভেম্বর আগারগাঁও মেট্রো স্টেশনে র‌্যাপিড পাসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রিচার্জ সুবিধা চালু করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে অ্যান্ড্রয়েডভিত্তিক র‌্যাপিড পাস অ্যাপ গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102