অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় ভোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে কোস্টগার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন কালীবাড়ি রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে মো. সালমান গোলদার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটক মো. সালমান গোলদার নিষিদ্ধ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড সূত্রে আরও জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।