গাজীপুরের শ্রীপুরে বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে মোহনা (১১) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নগর হাওনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহনা নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বাসিন্দা মহিউদ্দিন ড্রাইভারের মেয়ে। পরিবারটি শ্রীপুরের নগর হাওনা গ্রামের মনু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে মোহনা তার বাবার কাছে একটি মোবাইল ফোন চাইলে তিনি তাৎক্ষণিকভাবে দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় তিনি মেয়েকে পিঠা তৈরির জন্য চাল ভাঙাতে দোকানে যেতে বলেন। এতে মোহনা অভিমান করে বাবাকে আত্মহত্যার হুমকি দেয়।
এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতরে আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয় মোহনা। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
নিহতের বাবা মহিউদ্দিন বলেন, ‘মেয়েটা মোবাইল চেয়েছিল। আমি দিতে না পারায় সে রাগ করে আত্মহত্যার কথা বলেছিল। কিন্তু সে যে সত্যিই এমন কিছু করে ফেলবে, তা ভাবতেও পারিনি।’
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।