গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আকাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকার একটি ভাঙাড়ি দোকান থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাওনা বাজার এলাকায় একদল দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আকাশের ভাঙাড়ি দোকানে রাখা একটি ড্রামের নিচ থেকে লোড করা অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল বলেন, গ্রেপ্তার আকাশ মূলত ভাঙাড়ি ব্যবসার আড়ালে অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিল। সে বর্ডার পাস করে বিভিন্ন জায়গা থেকে এসব অস্ত্র সংগ্রহ করত এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ভাড়া দিত।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেয়নি। তবে তার বিরুদ্ধে পূর্বে অস্ত্র ও হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। বর্তমানে সে ওই মামলায় জামিনে রয়েছে। অস্ত্রগুলো কীভাবে সংগ্রহ করা হতো এবং কোথায় ব্যবহার করা হয়েছে। সে বিষয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
র্যাব কর্মকর্তা জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় গোপন নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া চলমান।