বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

বিএনপি প্রার্থী কোটিপতি, জামায়াত প্রার্থীর আয় সীমিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৪ কোটি ৩০ লাখ টাকার বেশি। তার হাতে নগদ অর্থ ও ব্যাংক তহবিলে রয়েছে প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার স্ত্রীর সম্পদের পরিমাণও দেড় কোটি টাকার কাছাকাছি।

এর বিপরীতে জামায়াত প্রার্থী আজিজুর রহমানের মোট সম্পদ দেখানো হয়েছে মাত্র ৩০ লাখ ৬১ হাজার টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে সাড়ে পাঁচ লাখ টাকার মতো এবং ব্যাংকে জমা অর্থ খুবই সীমিত। স্ত্রীর অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ১৮ লাখ ৫৬ হাজার টাকা।

হলফনামা অনুযায়ী, বিএনপির মনোনীত প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন কৃষি খাত থেকে বছরে আয় দেখিয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৪০০ টাকা। বাড়ি ও অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে তার আয় ১৪ লাখ ৭৯ হাজার ৩৩৩ টাকা এবং ব্যবসা থেকে আয় ৮ লাখ ৮৫ হাজার ৭৩০ টাকা।

শেয়ার ও ব্যাংক আমানত থেকে আয় দেখিয়েছেন ৪৮ হাজার ৯২২ টাকা। ফার্মের শেয়ার থেকে তার আয় ৩০ লাখ ৯৯ হাজার টাকা। একই খাত থেকে তার স্ত্রী সুরাইয়া পারভীনের আয় ২৯ লাখ ৭৮ হাজার ৪২২ টাকা। অন্যান্য উৎস থেকে স্ত্রীর আয় দেখানো হয়েছে ৪ লাখ ৬০ হাজার টাকা।

হলফনামায় নুরুজ্জামান লিটন পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন। তিনি বেনাপোলের ইয়াছিন আলী ও লতিফা খাতুনের সন্তান।

তার স্ত্রী সুরাইয়া পারভীন আগে গৃহিণী থাকলেও বর্তমানে ব্যবসায়ী বলে উল্লেখ রয়েছে। হলফনামায় তিনি নিজের বিরুদ্ধে ৯টি ফৌজদারি মামলার কথা উল্লেখ করেছেন।

হলফনামা অনুযায়ী, নুরুজ্জামান লিটনের হাতে নগদ অর্থ ও ব্যাংক আমানত রয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার ৬৪৮ টাকা। তার নামে ৬ লাখ ৬৬ হাজার টাকার স্থায়ী আমানত রয়েছে। স্ত্রীর নামে রয়েছে ২৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের মোটরযান। তার কাছে রয়েছে ১০ ভরি স্বর্ণ এবং স্ত্রীর কাছে রয়েছে দুই ভরি স্বর্ণ।

অস্থাবর সম্পত্তির মধ্যে তার নামে রয়েছে ১ হাজার ৯ শতক কৃষিজমি, যার মূল্য ১ কোটি ৯ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা। অকৃষিজমির মূল্য দেখানো হয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ২০০ টাকা। স্ত্রীর নামে অকৃষিজমির মূল্য ১ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

হলফনামা অনুযায়ী, তার নামে আবাসিক ও বাণিজ্যিক ভবনের অর্জনকালীন মূল্য ২৮ লাখ ৮০ হাজার টাকা এবং স্ত্রীর নামে ভবনের মূল্য ৪৮ লাখ ৩২ হাজার টাকা। নিজ নামে বাড়ির মূল্য দেখানো হয়েছে ২১ লাখ ৮৫ হাজার টাকা।

মোট অর্জনকালীন স্থাবর সম্পদের মূল্য ১ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার টাকা এবং স্ত্রীর ক্ষেত্রে ৫০ লাখ ৪ হাজার ৫০০ টাকা। প্রার্থীর অস্থাবর সম্পদের মূল্য ১ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ৬৪৮ টাকা এবং স্ত্রীর অস্থাবর সম্পদের মূল্য ৬১ লাখ ৭৩ হাজার ৬৬১ টাকা।

হলফনামা সূত্রে জানা যায়, নুরুজ্জামান লিটন ২০২৫-২৬ অর্থবছরে দাখিল করা আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন ৫৭ লাখ ৭১ হাজার ৩৭৬ টাকা। ওই রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ৪৫৪ টাকা। একই সময়ে তার স্ত্রীর আয় দেখানো হয়েছে ৩৪ লাখ ৪২ হাজার ১৯৩ টাকা এবং সম্পদের পরিমাণ ১ কোটি ৩৬ লাখ ২৮ হাজার ৫৮ টাকা।

অন্যদিকে, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান কৃষি খাত থেকে বছরে আয় দেখিয়েছেন ১ লাখ ৩০ হাজার টাকা। গরু ও গাছ বিক্রি থেকে তার আয় ১ লাখ ১০ হাজার টাকা। ব্যাংক আমানত থেকে আয় দেখানো হয়েছে ৮ হাজার ২৭২ টাকা। তার স্ত্রী আমিনা মাহমুদ পেশায় গৃহিণী এবং তার কোনো আয়ের উৎস নেই।

হলফনামায় আজিজুর রহমান পেশা হিসেবে কৃষিকাজের কথা উল্লেখ করেছেন। তিনি বাগআঁচড়ার ইদরিছ আলী ও রাবেয়া খাতুনের সন্তান। হলফনামায় তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য উল্লেখ করা হয়নি।

হলফনামা অনুযায়ী, আজিজুর রহমানের হাতে নগদ অর্থ রয়েছে ৫ লাখ ৪৮ হাজার ২৩৯ টাকা এবং ব্যাংকে রয়েছে ৯ হাজার ৪৩২ টাকা। তার স্ত্রীর ব্যাংক হিসাবে জমা আছে ৭ লাখ ৬৭ হাজার ৯৪৪ টাকা। তার নামে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল রয়েছে। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৬ হাজার ৪০০ টাকা। স্ত্রীর নামে রয়েছে ৫ দশমিক ৪৪ ভরি স্বর্ণ।

অস্থাবর সম্পদের মধ্যে তার নামে রয়েছে ৪৫০ শতক কৃষিজমি, যার মূল্য ৩ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা। স্ত্রীর নামে রয়েছে ২৯ দশমিক ২৫ শতক জমি, যার মূল্য ২০ হাজার ২১২ টাকা। তার নামে ১০ লাখ ৭৮ হাজার ২৯৭ টাকা মূল্যের অকৃষিজমি রয়েছে। বর্তমানে তার অস্থাবর সম্পদের মূল্য দেখানো হয়েছে ৮ লাখ ৫০০ টাকা এবং স্ত্রীর অস্থাবর সম্পদের মূল্য ১৮ লাখ ৫৬ হাজার টাকা।

হলফনামা সূত্রে জানা যায়, আজিজুর রহমান ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ ৪৮ হাজার ২৭২ টাকা এবং মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩০ লাখ ৬১ হাজার ৯৮২ টাকা। তার স্ত্রীর আয়কর রিটার্ন-সংক্রান্ত কোনো তথ্য হলফনামায় উল্লেখ নেই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102