ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাসমান অবস্থায় পুকুর থেকে লিটন ভূঁইয়া (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের লামারবাড়ি প্রেসিডেন্ট সড়কের পাশে ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিটন ভূঁইয়া হীরাপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার তিনি নিজ বাড়ি থেকে বের হন এবং এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শনিবার সকালে স্থানীয়রা তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।
আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, খবর পেয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।