ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। শ্বেতপত্রটি বিভাগের নিজস্ব ওয়েবসাইট (ptd.gov.bd)-এ উন্মুক্ত করা হয়েছে। এতে গত দেড় দশকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংঘটিত দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান ও বিশ্লেষণের জন্য গঠিত টাস্কফোর্সের দীর্ঘ গবেষণা ও পর্যালোচনার ফলাফল শ্বেতপত্রে অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্বেতপত্রে গত ১৫ বছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা এবং কাঠামোগত সমস্যার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। একই সঙ্গে খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন সুপারিশও এতে তুলে ধরা হয়েছে।
সরকারের প্রত্যাশা, এই শ্বেতপত্র টেলিযোগাযোগ খাতে প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি প্রতিরোধ এবং জনবান্ধব সেবা নিশ্চিতকরণে একটি কার্যকর দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অনুমোদনে ২০২৫ সালের ২১ এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়। এই টাস্কফোর্সের মূল উদ্দেশ্য ছিল গত ১৫ বছরে ডাক ও টেলিযোগাযোগ খাতে সংঘটিত দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করে একটি শ্বেতপত্র প্রণয়ন করা।