বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

মিয়ানমারের প্রথম ধাপের নির্বাচনে সেনা-সমর্থিত দল এগিয়ে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মিয়ানমারে বিতর্কিত সাধারণ নির্বাচনের প্রথম ধাপে দেশটির সেনা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) এগিয়ে রয়েছে। ২০২১ সালের অভ্যুত্থানের পর প্রথমবারের মতো দেশটিতে জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে নির্বাচনের প্রাথমিক ফলের খবর প্রকাশ করা হয়েছে।

অভ্যুত্থানের পর গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনের পর দেশব্যাপী বিদ্রোহের সূত্রপাতের পর ক্ষমতাসীন জান্তা দাবি করেছে যে, তিন ধাপের ভোটে দরিদ্র দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।

ইউনিয়ন নির্বাচন কমিশন (ইউইসি) ৫৬টি আসনের ফল প্রকাশ করেছে। প্রথম দফার নির্বাচনের এই আংশিক ফলে দেখা গেছে, জান্তা-সমর্থিত দলটি প্রত্যাশা অনুযায়ী ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছে, যদিও ভোটার উপস্থিতি কম ছিল।

শুক্রবার প্রকাশিত ফলে দেখা গেছে, অবসরপ্রাপ্ত জেনারেলদের নেতৃত্বে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) পাইথু হ্লাটাও বা নিম্নকক্ষের ৪০টি আসনের মধ্যে ৩৮টিতে জয়লাভ করেছে।

এ ছাড়া হোয়াইট টাইগার পার্টি নামে পরিচিত দ্য শান ন্যাশনালিটিস ডেমোক্রেটিক পার্টি এবং মন ইউনিটি পার্টি (এমইউপি) একটি করে আসন পেয়েছে।

তবে নির্বাচনের চূড়ান্ত ফলের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। যদিও এই নির্বাচন নিয়ে জাতিসংঘ, ইউরোপের বিভিন্ন দেশ এবং বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী সমালোচনা করেছে। কারণ জান্তাবিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে পারেনি। এ ছাড়া নির্বাচনি প্যানেল প্রথম ধাপে মোট কতটি আসনে ভোট পড়েছে তা প্রকাশ করেনি এবং নির্বাচনি এলাকা অনুসারে আংশিক ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার জান্তা দাবি করেছে যে, প্রথম ধাপে ৫২ শতাংশ ভোটার অর্থাৎ যোগ্য ভোটারদের অর্ধেকেরও বেশি ভোট দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস অনুসারে, ২০২০ এবং ২০১৫ সালের সাধারণ নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোটার নির্বাচনে অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102