শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

এনসিপি থেকে আরেক শীর্ষ নেতার পদত্যাগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

ডা. তাসনিম জারার পদত্যাগের পর এবার তার স্বামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে নির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরানো হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৯টা ৪৬ মিনিটে খালেদ সাইফুল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে সকাল ১১টা ২৪ মিনিটে নির্বাহী কমিটির গ্রুপ থেকে তাকে বের করা হয়। এনসিপির এক নেতা জানান, খালেদ সাইফুল্লাহ দল থেকে পদত্যাগ না করেই তার স্ত্রী তাসনিম জারার নির্বাচনে সহযোগিতা করেছেন এবং কোনো অনুমতি নেননি। এছাড়া আমরা আশঙ্কা করছি তিনি দলীয় তথ্যও বহিরাগতকে দিতে পারেন। তাই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রুপ থেকে সরানো হয়।

পদত্যাগপত্রে খালেদ সাইফুল্লাহ লিখেছেন, আমি জাতীয় নাগরিক পার্টির সকল পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি, তবে কোনো কারণ উল্লেখ করেননি।

এর আগে, জামায়াতের সঙ্গে আসন সমঝোতাকে কেন্দ্র করে গত শনিবার এনসিপি থেকে পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাসনিম জারা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ছিলেন, এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহ একই কমিটির সদস্য ছিলেন। শেষ পর্যন্ত দুজনেই এনসিপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102