সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় জাতীয় পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা স্থগিত ঘোষণা করেছে দলটি।
বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খানের স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সিদ্ধান্তে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় ৩ দিন শোক থাকায় ১ জানুয়ারি পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা স্থগিত করা হলো।
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনে জাতীয় পার্টির নেতৃবৃন্দ আজ বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে শোক বইয়ে সই করেছেন।
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ এবং প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা এ সময় উপস্থিত ছিলেন।
দলের বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির একজন আপসহীন নেত্রী ছিলেন। রাজনীতিতে তিনি যে সাহসী শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, তা ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশের জন্য তার ত্যাগ ও আত্মনিবেদন জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।