বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত এই জানাজায় রাষ্ট্রের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান।
জানাজা অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দল-মত নির্বিশেষে মানুষের ঢল নামিক মিয়া এভিনিউ এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
নামাজে জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বহু মানুষের চোখে অশ্রু দেখা যায়। নেতাকর্মীরা স্লোগান ও নীরব শ্রদ্ধার মাধ্যমে তাদের ভালোবাসা ও সম্মান জানান।
এই শোকাবহ ও ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করেন দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও। নিউজ পোর্টাল “আলোকিত স্বপ্নের বাংলাদেশ” (www.alokitoswapner-bd.com)-এর প্রকাশক ও সম্পাদক শেখ মিজানুর রহমান সরাসরি জানাজা অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো আয়োজন পর্যবেক্ষণ করেন এবং ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করেন।
মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক জীবন, আপসহীন নেতৃত্ব ও আন্দোলন-সংগ্রাম দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দেশের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি করে এই নেত্রীর বিদায়ে শোকাহত জাতি। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রমাণ করে—তিনি শুধু একটি দলের নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়।