বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের অবসান ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও বেদনায় আচ্ছন্ন দেশ। তাঁর প্রয়াণে জাতীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক অপূরণীয় শূন্যতা।
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক আপসহীন সংগ্রামী নেতৃত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশ পরিচালনার পাশাপাশি বহুদলীয় গণতন্ত্রের ধারাকে সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করেছেন।
তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পেশাজীবী ও সাধারণ মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন।
এ শোকাবহ মুহূর্তে আলোকিত স্বপ্নের বিডি পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য অনুসারীর প্রতি জানানো হচ্ছে গভীর সমবেদনা।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও সংগ্রামী জীবন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি তাঁকে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করবে প্রজন্মের পর প্রজন্ম।
সম্পাদক ও প্রকাশক
শেখ মিজানুর রহমান
আলোকিত স্বপ্নের বিডি
www.alokitoswapner-bd.com