পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এর ফলে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে শুরু করে ছাত্র-জনতা। ধীরে ধীরে মানুষে পূর্ণ হয়ে ওঠে শাহবাগ এলাকা; স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে।
এ সময় ‘এ লড়াইয়ে জিতবে কারা, হাদির সৈনিকেরা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘তুমিও জানো, আমিও জানি, শাহবাগীরা হিন্দুস্তানি’সহ নানা স্লোগান দেন।উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগ দিয়েছেন।
গত শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আন্দোলন ছড়িয়ে দিতে বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেন। ঘোষণার অংশ হিসেবে গতকাল রোববার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। আজ তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে কর্মসূচি চলছে।