জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে যুক্ত হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে গঠিত বর্তমান ৮ দলীয় জোট আগের মতোই বহাল থাকবে। সেই সঙ্গে নতুন করে আরও দুটি রাজনৈতিক দল এই জোটে অন্তর্ভুক্ত হয়েছে।
এর আগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে সংবাদ সম্মেলনের সময়সূচি ও আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছিলেন।