শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার প্রত্যাবর্তনকে গুরুত্ব দিয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স প্রতিবেদন প্রকাশ করেছে। দুই গণমাধ্যমই তাকে দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রকাশিত বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা নেতা তারেক রহমান প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন। গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে তার দেশে ফেরা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৬০ বছর বয়সি তারেক রহমান প্রভাবশালী জিয়া পরিবারের সদস্য। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে এবং বর্তমানে বিএনপির শীর্ষ নেতা। ২০০৮ সাল থেকে তিনি যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছিলেন। নতুন বছরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায় তবে তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রাখেন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফেরার পর তার প্রত্যাবর্তনে দলের সমর্থকরা নতুন উদ্দীপনা পাবেন বলে আশা করা হচ্ছে। তাকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রয়টার্স আরও জানায়, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল পর্যন্ত সড়কের দুই পাশে লাখো নেতাকর্মী জড়ো হন। তারা দলীয় পতাকা হাতে স্লোগান দেন এবং ব্যানার, ফেস্টুন ও ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

কড়া নিরাপত্তার মধ্যেই বিএনপির শীর্ষ নেতারা ঢাকার বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানান, উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102