শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, বহু হতাহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি জনাকীর্ণ মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরির গাম্বোরু মার্কেট এলাকায় সন্ধ্যার নামাজের সময় এ হামলায় অন্তত ৭ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

পুলিশের মুখপাত্র নাহুম দাসো এ তথ্য নিশ্চিত করেছেন। তবে শুরুতে সরকারিভাবে হতাহতের সংখ্যা জানানো হয়নি বলে জানান তিনি।

বিস্ফোরণের পরপরই বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গাম্বোরু মার্কেট এলাকায় ধুলায় আচ্ছন্ন পরিবেশ এবং আতঙ্কিত মানুষের ছোটাছুটি করতে দেখা গেছে।

এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগেও এ অঞ্চলে মসজিদ ও জনাকীর্ণ স্থানে আত্মঘাতী হামলা এবং আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন।

মসজিদের ইমাম মাওলানা আবুনা ইউসুফ বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহতের সংখ্যা অন্তত আটজন। অন্যদিকে স্থানীয় এক মিলিশিয়া নেতা বাবাকুরা কলো দাবি করেন, প্রাণ হারিয়েছেন সাতজন। প্রত্যক্ষদর্শী মুসা ইউশাউ বলেন, তিনি বহু আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখেছেন।

মাইদুগুরি দীর্ঘদিন ধরেই জঙ্গি সংগঠন বোকো হারাম এবং তাদের সহযোগী আইএস পশ্চিম আফ্রিকা প্রদেশের (আইএসডব্লিউএপি) তৎপরতার কেন্দ্র হিসেবে পরিচিত। বর্নো প্রদেশে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সালে বোকো হারামের সশস্ত্র অভিযান শুরু হয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে চলমান এই সহিংসতায় অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সহিংসতা কমলেও তা পার্শ্ববর্তী নাইজার, শাদ ও ক্যামেরুনে ছড়িয়ে পড়েছে।

একসময় প্রায় প্রতিদিনই গোলাগুলি ও বোমা হামলার খবর পাওয়া যেত- এমন মাইদুগুরি শহর গত কয়েক বছরে তুলনামূলক শান্ত ছিল। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ২০২১ সালের পর এটিই শহরটিতে সবচেয়ে বড় হামলা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102