বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ফেসবুকে সারজিস আলম লেখেন, প্রায় দেড় যুগ পর দেশে ফিরে আসা তারেক রহমানকে আমরা স্বাগত জানাই।
তিনি বলেন, পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতা সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী সংগ্রাম এবং আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এটাই আমাদের প্রত্যাশা।
এদিকে, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে সিলেট বিমানবন্দরে অবতরণ করেছে তাকে বহনকারী বিমান।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হওয়া বিজি-২০২ ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে আছেন স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। ফ্লাইটটি সিলেটে এক ঘণ্টা অবস্থান করার পর ঢাকার উদ্দেশে রওনা দেবে। বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।