শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

‘জামায়াতের সঙ্গে জোট, বিলীন হয়ে যাবে এনসিপি’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের পথে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। এতে করে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এবং কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব অভিযোগ করেন আব্দুল কাদের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিলুপ্ত গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক আহ্বায়ক।

ফেসবুক পোস্টে আব্দুল কাদের লেখেন, ‘তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারাদেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা।’

তিনি দাবি করেন, সবকিছু ঠিক থাকলে আগামীকালই এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এবং এর মাধ্যমে এনসিপি কার্যত জামায়াতের সঙ্গে বিলীন হয়ে যাবে।

আব্দুল কাদেরের অভিযোগ অনুযায়ী, জোট আলোচনায় প্রথমে এনসিপি জামায়াতের কাছে ৫০টি আসন দাবি করলেও দরকষাকষির শেষ পর্যায়ে তা কমে ৩০ আসনে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী, এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দেবে না এবং সেখানে জামায়াতকে সহযোগিতা করবে।

তিনি আরও দাবি করেন, জামায়াত জোটসঙ্গী হিসেবে এনসিপিকে আসনপ্রতি দেড় কোটি টাকা করে নির্বাচনি খরচ দেবে। এছাড়া ৩০টি আসনে এনসিপির প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে জামায়াতঘনিষ্ঠ নাসীরুদ্দীন পাটওয়ারীকে। জামায়াতের পক্ষে এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুইজন যৌথভাবে এনসিপির প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবেন বলে দাবি করেন তিনি।

স্ট্যাটাসে আব্দুল কাদের আরও বলেন, ছোটন গংয়ের সঙ্গে নাহিদ ইসলামের আরও একধাপ অগ্রসর সমঝোতা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, পশ্চিমা শক্তিগুলো সংসদে জামায়াতকে প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেতা হিসেবে দেখতে চায় না। সে কারণে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী এবং বিরোধী দলে গেলে বিরোধীদলীয় নেতা হবেন—এমন একটি সমীকরণে আলোচনা হয়েছে বলে দাবি করেন তিনি।

সবশেষে আব্দুল কাদের লেখেন, ‘এতো এতো তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার-পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল; নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটিচাপা দিয়ে এসেছেন!’

এ বিষয়ে এনসিপি বা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102