মুহাম্মদ রায়হান উদ্দিন,স্টাফ রিপোর্টার।।ফটিকছড়ি থানাধীন পাইন্দং ইউনিয়ন ৬নং ওয়ার্ড সংলগ্ন মাঠে ২৫ ডিসেম্বর রোজ শুক্রবার রাত্র ৮টায় পশ্চিম হাইদচকিয়া একতা সংঘ কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ১ম সেমিফাইনাল খেলা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হুসাইনুল করিমের সভাপতিত্ব অনুষ্টিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মনিং ডিউ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও অধ্যক্ষ মোঃ রাশেদুল আলম,উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন যুমনা লাইভ’র ইউনিট ম্যানেজার মোঃ সরোয়ার হোসেন চৌধুরী,প্রধান আলোচক হিসাবে ছিলেন জীবন বীমা হাটহাজারী শাখার ব্রাঞ্চ ইনচার্জ মোঃ আব্দুল মোতালেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইদচকিয়া স্কুল এন্ড কলেজের প্রফেসর সাইফুল ইসলাম সাব্বির,দৈনিক নয়াবাংলা ও চাটগাঁর সংবাদের ফটিকছড়ি প্রতিনিধি এইচ.এম.সাইফুদ্দীন,উদ্দোক্তা মোঃ ইকবাল হোসেন রিপন,সুন্দরপুর আওয়ামীলীগ ১নং ওয়ার্ড সভাপতি মোঃ রফিকুল আলম,পাইন্দং যুবলীগ নেতা মোঃ মফিজ রেজা,তানজিদুল হাসান মাসুম,
অত্র সংঘের সদস্য মোঃ আসিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রায়হান,কুতুব,করিম, হাসান,আসিফ,আকাশ,রবি,রিফাত,শাহিন,ইমতিয়াজ,জয়নাল,রাকিব,রাকিব,ইমন,সায়মন প্রমূখ
উক্ত ক্রিকেট টুর্নামেন্ট ১ম সেমিফাইনাল খেলায়
দুই শক্তিশালী দল বারমাসিয়া বর্ণমালা ক্লাব ও বারবাসিয়া নিউ স্টার ক্রিকেট একাদশ।১০৫ রানে বিজয় হন বারবাসিয়া নিউ স্টার ক্রিকেট একাদশ।