ময়মনসিংহের ভালুকায় দিপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে একটি হিন্দু সংগঠন বিক্ষোভ করেছে। ওই বিক্ষোভে মোদির বিজেপির নেতা ও বিধানসভাবিরোধী নেতা সুনীল শর্মা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ ও পাকিস্তান বিষয়ে চুপ থাকবেন না। তিনি আরও দাবি করেন, মোদিকে যুক্তরাষ্ট্র ও চীন ভয় পায়।
সুনীল শর্মা বলেন, বাংলাদেশে যা ঘটছে, তা কয়েকটি দেশের উসকানিতে হচ্ছে। যেখানে ভারতকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীন প্রধানমন্ত্রীর পদক্ষেপে উদ্বিগ্ন এবং তার ওপর প্রভাব বিস্তার করতে চায়। মোদি বিশ্বের সব, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের জন্য আশার প্রতীক।
তিনি আরও বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারত সামরিক ও অর্থনৈতিকভাবে সুপারপাওয়ারে পরিণত হবে। কিন্তু এর মধ্যে কিছু দেশ মিলে ভারতকে দুর্বল করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য মোদি সাহসী পদক্ষেপ নেবেন এবং কোনো দেশ ভারতের প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করতে পারবে না।
কাশ্মীরের বিক্ষোভে নেতৃত্ব দেন সনাতন ধর্ম সেবার প্রেসিডেন্ট মোহন্ত রাম সারন দাস আচার্য্য। বিক্ষোভকারীদের ডাকে সাড়া দিয়ে কিছু দোকানি দোকান বন্ধ রাখে।সুনীল শর্মা অভিযোগ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত করার জন্য বাংলাদেশে বিক্ষোভের আয়োজন করা হচ্ছে। তবে তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ বা পাকিস্তান নিয়ে মোদি চুপ থাকবেন না। তিনি বলেন, আমি নিশ্চিত, বাংলাদেশ আর পাকিস্তান হোক, মোদিজি চুপ থাকবেন না। ভারত সব সময় সঠিক অবস্থান নেবে এবং বিদেশি প্রভাব মোকাবিলা করবে।
সুনীল শর্মা আরও দাবি করেন, ভারত তার জনগণ ও প্রতিবেশী দেশের জন্য ন্যায়বিচারের প্রতীক হিসেবে দাঁড়াবে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে তার উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভারত কোনোভাবেই প্রতিবেশী দেশে হিন্দু সম্প্রদায়ের ক্ষতি হতে দেবে না। প্রধানমন্ত্রী মোদি সব সময় মানবিক এবং ন্যায়পরায়ণ নীতি অনুসরণ করবেন।
সূত্র: ইকোনমিক টাইমস