চীনের শানডং প্রদেশের কুইংদাও শহরে পাঁচ বছরের এক শিশু খেলাধুলার ছলে বাবার গোপন সঞ্চয় এক নিমেষেই শেষ করে দিল। শিশুটি নগদ ৫০ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা) কেটে মাও সে তুং-এর ছবি আলাদা করার সময় পুরো বান্ডিল নষ্ট করে ফেলেছে।
স্থানীয় এক বাসিন্দা বাড়িতে জরুরি প্রয়োজনের জন্য নগদ অর্থ লুকিয়ে রেখেছিলেন। শিশুটির বয়স এখনও টাকা ও এর মূল্য বোঝার পর্যায়ে পৌঁছায়নি। সে ভেবেছিল, নোটগুলো শুধুই রঙিন কাগজ। খেলার ছলে প্রতিটি নোট থেকে চীনের গণপ্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মাও সে তুং-এর ছবি কেটে আলাদা করে ফেলেছে।
বাবা বাড়ি ফেরার পর দেখেন, টাকার টুকরো মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে আছে। প্রতিটি নোট এমনভাবে কাটা হয়েছে যে, সেগুলোকে পুনরায় ব্যবহার বা জোড়া লাগানো প্রায় অসম্ভব।ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘চায়না ট্রাভেলস’ নামে ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি প্রকাশিত হলে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শিশুটির কৌশলী কাটার দক্ষতা প্রশংসা করেছেন। একজন লিখেছেন, “পাঁচ বছরের শিশুর জন্য এটি অসাধারণ দক্ষতা, ছবিগুলো খুব নিখুঁতভাবে কেটেছে।”
অন্যদিকে, কেউ কেউ ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, একটি পাঁচ বছরের শিশু প্রায় ৫০০টি নোট নিখুঁতভাবে কেটে ফেলা কতটা সম্ভব, তা সন্দেহজনক।