বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

একনেকে ২২ প্রকল্প অনুমোদন, ব্যয় কত?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন, ৫টি সংশোধিত এবং ৩টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকটি শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

মোট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৬,৪১৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩০,৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ১,৬৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪,২৪৭ কোটি টাকা ব্যয় হবে।

অনুমোদিত প্রকল্পগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তিনটি প্রকল্পের অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, হিলি-ডুগডুগি ঘোড়াঘাট জাতীয় মহাসড়কসহ তিনটি গুরুত্বপূর্ণ সড়কের কালভার্ট পুনর্নির্মাণ ও রিজিডপেভমেন্ট ও ড্রেন নির্মাণ এবং ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেন উন্নয়ন ও উভয়পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নারায়ণগঞ্জে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৮টি ১৫ তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের অনুমোদন পেয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পাঁচটি প্রকল্পের জন্য অনুমোদন পেয়েছে। এর মধ্যে ঢাকা ওয়াসা প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপন, সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন ও পানি সরবরাহ, জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন প্রকল্প, পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সিলেট বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত।প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটি প্রকল্পের জন্য অনুমোদন পেয়েছে। একটিতে মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের অবকাঠামো উন্নয়ন এবং অন্যটিতে সাভারের আর্মি ইনস্টিটিউট অফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অবকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণের প্রকল্প অনুমোদিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় গাজীপুরের দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ প্রকল্পের অনুমোদন পেয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড নার্সিং এডুকেশন ও রিসার্চের শিক্ষা ও গবেষণা সক্ষমতা বৃদ্ধির প্রকল্প অনুমোদন দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে রাঙামাটি পার্বত্য জেলার কর্ণফুলী ও সংযুক্ত নদীসমূহের টেকসই পানি ব্যবস্থাপনা, গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা, এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বৃদ্ধি প্রকল্প।

কৃষি মন্ত্রণালয় বগুড়া অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে। ধর্ম মন্ত্রণালয় দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ (২য় পর্যায়) প্রকল্পের অনুমোদন পেয়েছে।

একনেক সভায় এছাড়া পরিকল্পনা উপদেষ্টার ক্ষমতাবলে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১০টি ছোট প্রকল্পের তথ্যও জানানো হয়। এগুলো শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান, শব্দদূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু অভিযোজন, নদীর তীর প্রতিরক্ষা, বন্যা ব্যবস্থাপনা, র‌্যাব সক্ষমতা বৃদ্ধি, সরকারি ক্যাম্পাসের সুবিধা উন্নয়ন, ফরিদপুর টেপাখোলা লেক উন্নয়ন এবং অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্প অন্তর্ভুক্ত।

বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102