বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ পর্যন্ত এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে চারজনকে রিমান্ডে পেয়েছেন তদন্ত কর্মকর্তা।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর নারায়ণগঞ্জ থেকে কবিরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন পুলিশের বিশেষ এই ইউনিটের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, এ গ্রেপ্তার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে চারজন বর্তমানে রিমান্ডে রয়েছেন।

র‍্যাব-১১ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, সবশেষ গ্রেপ্তার কবির ওরফে দাঁতভাঙা কবির (৩০) নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় আত্মগোপনে ছিলেন। রাতেই তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।কবিরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। তবে তিনি রাজধানীর আদাবর এলাকায় বসবাস করতেন। তাঁর পিতার নাম প্রয়াত মোজাফফর।

র‍্যাব কর্মকর্তা নাঈম বলেন, ভোর ৫টার দিকে বক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর টানা জিজ্ঞাসাবাদ করা হয়।

কবিরসহ র‍্যাব এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এর আগে হাদিকে গুলির সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে প্রথমে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।

এরপর হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকে গ্রেপ্তার করে র‍্যাব।

এ ছাড়া হাদিকে গুলিবর্ষণকারীদের পালানো ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তারের তথ্য দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102